Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Special Satelite
Image
Attachments

আমি একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক। আমার নাম রাজীব চন্দ।আমার কর্মএলাকা ৬নং টেংরা ইউনিয়ন।সবার মত আমিও আমার অফিসের কাজ প্রতিদিন সম্পাদন করি। সাধারণত আমরা প্রান্তিক স্তরে সাধারণ মানুষের সাথেই কাজ করি ও তাদের সেবা দিয়ে থাকি।কিন্তু কিছু কিছু ইউনিটে আমাদের কর্মী/সেবাদানকারী না থাকায় সেখানে আমরা জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছাতে পারি না। তারই আলোকে আমার মধ্যে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খায়,যে ঐ জায়গায় সাধারন মানুষের কাছে আমার পরিবার পরিকল্পনা বিভাগের সেবা পৌঁছাতে পারি।সেরকম একটি এলাকা টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগান। যেহেতু এলাকাটি একটি চা বাগান অঞ্চল,সেহেতু আমি সেথানে একটি স্যাটেলাইট ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করি।তাই প্রথমে বাগানে কর্মরত ডাক্তার, মিডওয়াইফ,পঞ্চায়েত সভাপতি ও মেম্বারের সাথে আলোচনা করে, উনাদের সাথে নিয়ে চা বাগানর ম্যানেজার এর সাথে দেখা করি এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি যে, আমার বিভাগের পক্ষ থেকে কি সেবা প্রদান করব। আর তার থেকে বাগানের লোকজনদের কি লাভ হবে।আমার ক্যাম্পটির উদ্দেশ্য ছিল এখানে আগত প্রত্যেক গ্রহিতা তার সব ধরনের সেবা গ্রহণ করবে।সব ধরনের সেবা বলতে গর্ভবতী মহিলাদের ANC ও PNC,শিশু স্বাস্থ্য , কিশোরী স্বাস্থ্য সেবা ও ০-১৫বয়সী  শিশুদের টিকা।তাই স্যাটেলাইট ক্যাম্পটি ইপিআই এর সাথে সমন্বয় করে তারিখ নির্ধারণ করি।বিস্তারিত শোনার পর বাগান ম্যানেজার আগ্রহ প্রকাশ করে এবং ক্যাম্পটি সফলভাবে আয়াজনে সব ধরনের সহযোগীতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।যেহেতু কাজটি আমার একার পক্ষে করা সম্ভব নয়,তাই খবর নিয়ে দেখলাম বাগানে কোন NGO কাজ করে কি না। খুঁজে পেলাম CIPRB ও PHD এর কিছু লোকজন বাগানে লোকজনদের নিয়ে কাজ করে।তারপর সময় হলো সবাইকে একত্রিত করে বাগানে স্যাটেলাইট ক্যাম্প এর  বিষয়টা প্রচার করা।আর তখনই আমার জেলার সুখী জীবন এর সহযোগীতায় সবাইকে একত্রিত করে কিভাবে কাজটা করলে  সফলতা আসবে তা আলোচনা করি। একটি না বললেই নয় যে, সুখী জীবন যেহেতু আমার মেন্টরশীপ এর জায়গাটার উন্নতি নিয়ে কাজ করেছিল,তাই ক্যাম্পটি শুরু করতে অনেক উৎসাহিত হই।এরই ধারাবাহিকতায় বাগানের NGO কর্মীদের নিয়ে বাগানের বিভিন্ন জায়গায় লোকজন নিয়ে উঠান বৈঠক করি এবং বাগানে কিছু কিশোর-কিশোরী ক্লাবের সাথে আলোচনা করি স্বাস্থ্য শিক্ষা বিষয় নিয়ে এবং তাদের নিয়ে বাগানের লোকজনদের উদ্ভূদ্ব করি স্যাটেলাইট ক্যাম্পে এসে গর্ভবতী মহিলাদের ANC ও PNC,শিশু স্বাস্থ্যসেবা , কিশোরী স্বাস্থ্য সেবা ও ০-১৫বয়সী  শিশুদের টিকা সেবা গুলো গ্রহণ করার জন্য।সবধরনের পদক্ষেপ সম্পূর্ণ করে, যখন স্যাটেলাইট ক্যাম্পটি অনুষ্টিত হয়।তখন খুব টেনশনে ছিলাম কাজটি সফল হবে কি না? আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাব কি না? কিন্তু একটা কথা হয়ত সবাই জানেন, যদি আপনার সৎচিন্তা আর কঠোর পরিশ্রম এর উদ্দেশ্য ভাল হয়।তাহলে ঈশ্বর আপনাকে কখনও নিস্ফল করবেন না।আপনি সফল হবেন।আমার বেলায় ও তাই হল।প্রথম দিনই স্যাটেলাইট ক্যাম্পে ৪৬ জন গর্ভবতী, ১২জন প্রসবোত্তর,১৫ জন কিশোরী,১৫ জন শিশু সেবা গ্রহণ করে।এই ফলাফলে এত খুশি হই যে তা ভাষায় প্রকাশ করার মত না।আর যাদের অনুপ্রেরণায় আমি এই কাজ টি করতে উৎসাহ পাই।সর্ব প্রথম যার কথা না বললেই নয়,যার জন্য আমি রাজীব নিজেকে আবিষ্কার করতে পেরেছি।তিনি হলেন আমার জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সম্মানিত উপ পরিচালক মহোদয় । এছাড়া আমার উপজেলার UFPO ও MO(MCH-FP) মহোদয় এবং আমার উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সহকর্মীবৃন্দ।সবাই কে ধন্যবাদ আমার গল্পটা শোনার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে আছি ততদিন যেন মানুষের সেবা করতে পারি।সর্বপরি একটা কথা না বললেই নয়,আসলে আমরা মন থেকে যদি কোন কিছু করতে চাই,তা করে দেখানো সম্ভব।